নিজস্ব প্রতিবেদক:
এলপিজি সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে তা গায়ে লিখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১ মার্চ বিষয়টি আদালতকে অবহিত করতে জ্বালানি মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
একইসঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সিলিন্ডার গ্যাসের মূল্য নির্ধারণের জন্য কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না,তা জানতেও রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।
Be the first to comment