নিজস্ব প্রতিবেদক: ভোলার গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ বাংলাদেশের গ্যাস উত্তোলন অনুসন্ধানে কাজ করবে রাশিয়ান রাষ্ট্রীয় কোম্পানি গ্যাসপ্রম। এ বিষয়ে আজ মঙ্গলবার পেট্রোসেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। একটি বাপেক্সের অন্যটি পেট্রোবাংলার সঙ্গে।
সমঝোতা সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ উপস্থিত ছিলেন।
বাপেক্সের সঙ্গে করা গ্যাসপ্রমের চুক্তির মাধ্যমে গ্যাজপ্রম ভোলা গ্যাসক্ষেত্রে নতুন করে জরিপ কাজ করবে। জরিপের মাধ্যমে যদি গ্যাস পায় তাহলে গ্যাস উত্তোলনে অনুসন্ধান কূপখননসহ পাইপলাইনের কাজ করবে তারা। এদিকে জ্বালানি খাতের কৌশলগত সহযোগিতার লক্ষ্যে পেট্রোবাংলার সঙ্গে স্ট্র্যাটিজিক পার্টনারশিপ হিসেবে আরও একটি সমঝোতা স্মারক সই করেছে গ্যাজপ্রম। এই চুক্তির আওতায় অফশোর এবং অনশোরে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে কাজ করতে পারবে তারা।
চুক্তির বিষয়ে জানতে চাইলে তৌফিক ই ইলাহী সাংবাদিকদের বলেন, গ্যাসপ্রমের সঙ্গে মূলত দুইটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। একটি ভোলা গ্যাস ক্ষেত্রের উন্নয়ন, কূপখননসহ যাবতীয় কাজে বাপেক্সের সঙ্গে কাজ করবে গ্যাজগ্রম। পাশাপাশি দক্ষিণাঞ্চলের পাইপলাইন স্থাপনসহ গ্যাসক্ষেত্রের সঙ্গে সংযুক্ত কাজগুলোর ক্ষেত্রে তারা কাজ করতে পারবে। বর্তমানে ভোলায় তিনটি ক্ষেত্রে আছে। এই ক্ষেত্রটি আরও উত্তরদিকে বিস্তৃত থাকতে পারে। সেটিও খুঁজে দেখবে তারা।
Be the first to comment