জ্বালানি খাতের কোম্পানিকে শেয়ার বাজারে আনার উদ্যোগ

বিশেষ প্রতিবেদন:
এবার অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৪ কোম্পানির সঙ্গে আগামী ২ ফেব্রুয়ারি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে ছাড়ার বিষয়ে পর্যালোচনা সভার ওই বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব উপস্থিত থাকবেন। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৪ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেসব কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গাস ট্রান্সমিশন কোম্পানি, জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডটি সিস্টেম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ও বিআর পাওয়ারজেন লিমিটেড।

ওই বৈঠকে সরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তির সক্ষমতা পর্যালোচনা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন, শেয়ার ও ইকুইটি, সর্বশেষ তিন বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.