নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর কাটা বটগাছ এলাকার একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আর বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। দগ্ধ তিন জন হলেন, শাহাদাত ভূঁইয়া (৫৫),মিজান (৩৮) ও গোলাম মাওলা (৫০)।
ফরিদ আহমেদ বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে আর বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিস্ফোরণে ওই ওয়ার্কশপের আশপাশের ভবনের কোনও ক্ষতি হয়নি।
এ সম্পর্কে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
Be the first to comment