![received_2112397595534355](https://energyreportbd.com/wp-content/uploads/2019/04/received_2112397595534355-678x381.jpeg)
বিশেষ প্রতিবেদন:
আগামী ২২ দিনের মধ্যে দেশে অন্তত ১৫টি ডিজেলবাহী জাহাজ নোঙর করবে। এসব জাহাজে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ডিজেল আসবে।
বিপিসি সূত্রে জানা যায়, তেলের দাম বেড়ে যেতে পারে এমন একটি গুজব ছড়িয়েছে কুচক্রী মহল। পরে দেশের বিভিন্ন ডিপো থেকে ডিজেল বিক্রি অস্বাভাবিক বেড়ে যায়। এর কোনো যৌক্তিক কারণ দেখছে না বিপিসি। বিপিসির এক কর্মকর্তা বলেন, গত তিন দিনে ২ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬০ লাখ মেট্রিক টন ডিজেল বিক্রি হয়েছে। স্বাভাবিকভাবে সেটা বিক্রি হওয়ার কথা ৪০ থেকে ৪২ লাখ মেট্রিক টন। এই অস্বাভাবিক বিক্রিকে সন্দেহ করছে বিপিসি।
এদিকে নারায়ণগঞ্জ, চাঁদপুরসহ দেশের কয়েকটি ডিপোর দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ডিপোগুলোয় বেশি পরিমাণে ডিজেল বিক্রি হচ্ছে। কেন এমন হচ্ছে জানতে চাইলে তারা বলেন, যেসব পেট্রোলপাম্প থেকে ডিজেল কিনতে ডিপোতে আসছে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হয়েছে। গাড়ির ড্রাইভার বা কর্মচারীরা বলেছে, তাদের পেট্রোলপাম্প থেকে বলা হচ্ছে সব সময় পেট্রোলপাম্পের রিজার্ভ ট্যাংক পরিপূর্ণ রেখে আবার গিয়ে তেল এনে মজুদ করতে।
বিষয়টি নিয়ে বিপিসির চেয়ারম্যান সামছুর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, দু-একদিনের মধ্যে ইন্দোনেশিয়া থেকে ‘এসটিআই গাইড’ নামে একটি জাহাজ প্রায় এক লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে আসবে। এ ছাড়া পর্যায়ক্রমে আরও ডিজেলবাহী জাহাজ আসবে। ফলে ডিজেলের সংকট হওয়ার প্রশ্নই আসে না।
বিপিসির কর্মকর্তারা বলছে, দেশে পর্যাপ্ত মজুদ আছে। আগামী ১৫ ফেব্রুয়ারিতে এই মজুদ গিয়ে দাঁড়াবে ২৫ দিনের এবং ১ মার্চ তা বেড়ে দাঁড়াবে ২৯ দিনের। এ ছাড়া পর্যায়ক্রমে চাহিদা বিবেচনা করে মজুদ বাড়িয়ে রাখা হবে।
Be the first to comment