নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ সঞ্চালন এবং উৎপাদনের দায়িত্বে থাকা দুটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রবিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ এ কথা জানিয়েছেন।
ক্যাব বলছে, বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর বিরুদ্ধে তদন্ত করবে তারা। চীনা কোম্পানি সিএমসি এবং এবং দেশীয় কোম্পানি এনডব্লিউপিজিসিএল বিদ্যুৎ বিসিপিসিএল গঠন করেছে। কোম্পানিটি পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কাজের নিম্নমানের খবর কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাব গঠিত বিদ্যুৎ জ্বালানি অভিযোগ অনুসন্ধান গবেষণা কমিশন এসব অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে।
ক্যাবের এই কমিশনে রয়েছে সৈয়দ আবুল মকসুদ, স্থপতি মোবাশ্বর হোসেন, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক সুশান্ত কুমার দাশ এবং অধ্যাপক শামসুল আলম। গত ১২ ডিসেম্বর ক্যাবের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাব দাবি করছে অভিযোগের বিষয়ে ইতোমধ্যে কিছু তথ্য প্রমাণ পেয়েছে তারা। ক্যাব মনে করছে বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা, ডিপিপি আরডিপিপি, প্রকল্পের কারিগরি এবং আর্থিক সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের সঙ্গে অসঙ্গতি নিয়ে তদন্ত করা হবে।
Be the first to comment