নিজস্ব প্রতিবেদক :
‘হোয়াট দ্য ফ্রাই’-এর ট্রেইলার প্রকাশ করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ৯ জানুয়ারি।
এটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনম বিশ্বাস। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান। এতে আরও অভিনয় করেছেন সাকিব বিন রশিদ ও ইরেশ যাকের।
বাংলাদেশী দর্শকরা বিনামূল্যে জি ফাইভের ওয়েবসাইট ও অ্যাপে উপভোগ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফিল্ম তারকা শামা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাশারের জীবনের গল্প ‘হোয়াট দ্য ফ্রাই’ ।
জি ফাইভের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “প্রথম বাংলাদেশী অরিজিন্যাল ‘মাইনকার চিপায়’ এর সাফল্যে আমরা বেশ অভিভূত। বাংলাদেশের বাইরে থেকেও আমরা বেশ সাড়া পেয়েছি”।
তিনি আরও বলেন, “অনম বিশ্বাস পরিচালিত ‘হোয়াট দ্য ফ্রাই’ এর ঘোষণা করতে পেরে আমি বেশ আনন্দিত। ‘হোয়াট দ্য ফ্রাই’ একটি দারুণ ফান লাভ স্টোরি যা তরুণ দর্শকরা খুব পছন্দ করবে আমি মনে করি।
Be the first to comment