শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস

নিজস্ব প্রতিবেদক :

ধনুয়া টিবিএসের বিকল মিটার পরিবর্তন এবং মেসার্স ইসা ওয়াশিং লিমিটেডের টাই-ইন কাজের জন্য আগামী শুক্রবার গাজীপুরের বিভিন্ন এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা শ্রীপুর, মাওনা হতে স্কয়ার, মাস্টারবাড়ি-এনভয় টেক্সটাইল এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই অঞ্চলের সব শ্রেণির অর্থাৎ শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া গাজীপুর চৌরাস্তা হতে মাওনা পর্যন্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.