নিজস্ব প্রতিবেদক :
পাইপলাইন মেরামতের কারণে আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুর, পল্লবী, কালসী এলাকায় বিদ্যমান স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে।
এ কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকায় সব গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এসব এলাকার সব গ্রাহক অর্থাৎ সিএনজি, আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব লাইনের সরবরাহ বন্ধ থাকবে।
Be the first to comment