নিজস্ব প্রতিবেদক :
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (১২ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, আগামী ১০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার এ মেয়াদ বাড়ার আদেশ কার্যকর হবে। এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মঈন উদ্দিন ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান।
Be the first to comment