নিউজ ডেস্ক:
জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় কর্ণফুলী উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন।
বুধবার (২০ জানুয়ারি) কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।
বিএসটিআই’র উপ-পরিচালক মোসতাক আহমেদ জানান, অভিযানে আমিন উল্লাহ ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশন ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড নামের দুইটি ফিলিং স্টেশনকে পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বার আউলিয়া বেকারিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি, সনদ ছাড়া লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন অনুযায়ী ৩০ হাজার এবং আধুনিক বেকারি নামে অন্য একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অভিযানে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার রাজীব দাশগুপ্ত ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
Be the first to comment