তেল ছড়ানোর দায়ে শেল কোম্পানিকে ক্ষতিপূরণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:
নেদারল্যান্ডসের একটি আপিল আদালত আন্তর্জাতিক তেল কোম্পানি শেল-এর নাইজেরীয় শাখাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত নাইজার ডেলটাতে তেল ছড়িয়ে পড়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য কোম্পানিটিকেই দায়ী করেছে। লিকের কারণে ক্ষতিগ্রস্ত নাইজেরিয়ার কৃষকদের এই ক্ষতিপূরণ দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

২০০৮ সালে নাইজেরিয়ার চার কৃষক এই মামলা দায়ের করেন। তাদের অভিযোগ ছিল, শেল কোম্পানির পাইপলাইনে লিক হওয়ার কারণে তাদের ভূমিতে বড়ধরণের দূষণ ছড়িয়ে পড়ে।

বিচারে শেল কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়, এই লিকের জন্য দায়ী দুর্বৃত্তরা। কিন্তু আদালত রায়ে জানায়, কোম্পানি দুর্বল ব্যবস্থাপনা ছাড়া এই ক্ষতি ঠেকানোর কোনও চেষ্টা করেনি।

বিচারক রায়ে বলেন, এর ফলে লিক হওয়ার কারণে ওরুমা ও গই গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির দায় শেল নাইজেরিয়া কোম্পানির।

ক্ষতিপূরণের নির্দেশ আদালত দিলেও তার পরিমাণ ঘোষণা করা হয়নি। রায়ে বলা হয়েছে, পরবর্তী ধাপে তা সুনির্দিষ্ট করা হবে। এই আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

রয়্যাল ডাচ শেল কোম্পানি এই রায়ে হতাশা ব্যক্ত করেছে। এক বিবৃতিতে বলা হয়, আমরা এখনও বিশ্বাস করি ওরুমা ও গই গ্রামে তেল ছড়িয়ে পড়া ছিল নাশকতা।

কৃষকদের এই মামলায় পৃষ্ঠপোষকতা দিয়েছে পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ। রায়ের পর টুইটারে সংস্থাটি নেদারল্যান্ডস শাখা লিখেছে, আনন্দ অশ্রু। ১৩ বছর পর আমরা জিতলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.