নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশন এলাকাসহ সদর উপজেলা, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শনিবার (২৯ জানুয়ারি) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেটের কুমারগাঁওয়ে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
Be the first to comment