আন্তর্জাতিক ডেস্ক:
নেপালের কাছে অতিরিক্ত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করতে রাজি হয়েছে ভারত। এর ফলে নেপাল ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানি করতে পারবে প্রতিবেশী দেশটির কাছ থেকে। রবিবার (৩১ জানুয়ারি) লা রিপাবলিকা এখবর খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ভারত-নেপাল জয়েন্ট স্ট্যান্ডিং টেকনিক্যাল কমিটির বৈঠকে এই সম্মতি প্রদান করে দিল্লি। ৪০০ কেভি সঞ্চালন লাইনে মুজাফ্ফরপুর থেকে ঢালকেবারে এই অতিরিক্ত বিদ্যুৎ পাঠানো হবে।
চলমান চুক্তি অনুসারে, ভারতের কাছ থেকে পিক আওয়ারে নেপাল ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। শীতের সময় বিদ্যুতের চাহিদা কম রয়েছে। এর মাধ্যমে শীতকালে মোট প্রয়োজনীয় বিদ্যুতের অর্ধেক সরবরাহ হচ্ছে।
একইভাবে ঢালকেবার-মুজাফফরপুর সঞ্চালন লাইনের মাধ্যমে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে নেপাল। কাঠমান্ডু এক সাবস্টেশনের নির্মাণ সমাপ্ত করার পর আন্তঃসীমান্ত নেটওয়ার্কের মাধ্যমে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত আমদানি করার সুযোগ পাবে।
Be the first to comment