আগামীকাল যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস

নিউজ ডেস্ক :
পাইপলাইন সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা সমাধানে মুরাদপুর পোকার বাজার রোডের পাশে মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় থাকা গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের কাজ করা হবে। এজন্য এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।
এ কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগ ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.