মুজিববর্ষেই বিদ্যুৎ উৎপাদন শুরু করবে রামপাল

নিউজ ডেস্ক:
মুজিববর্ষের মধ্যে এবং বিজয় দিবসের আগেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। এটা জাতির কাছে মাইলফলক হিসাবে কাজ করবে। বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনকে আরো মহিমান্বিত করে তোলা হবে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা:) লিমিটেডের (রামপাল বিদ্যুৎ কেন্দ্র) ব্যবস্থাপনা পরিচালক কাজী আফসার উদ্দীন আহম্মেদ এসব কথা বলেন।
এ সময় উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, চিফ প্রকিউরমেন্ট অফিসার (সিপিও) মো. মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার দেবাশীষ নাথ, জেনারেল ম্যানেজার মিহির কুমার মোহান্তী, এজিএম সিদ্ধার্থ মন্ডল, এজিএম বাপ্পাদিত্য সরকারসহ বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আফসার উদ্দীন বলেন, সারাদেশে এটি বাস্তবায়ন করা কোনো একটি প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। এতে সবাইকে অংশগ্রহণ করতে হয়।
কাজী আফসার উদ্দীন আহম্মেদ আরও বলেন, একটি এলাকার মধ্যে এসে প্রকল্প বাস্তবায়ন ও জাতির উন্নয়নের কাজ করা হচ্ছে। যখন উন্নয়নের কাজ করা হবে তখন উন্নয়নের ধারা অব্যহত রাখা হবে। আশপাশের জনগণের উন্নয়নের ধারাটাও দেখা হবে। উন্নয়নের ধারা প্রতিষ্ঠানকে নিয়ে থাকলে হবে না, সবাইকে নিয়ে থাকতে হবে।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান আফসার উদ্দীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.