বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলএনজি রপ্তানির আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মো. হাশিম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে মালয়েশিয়ার দূত গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “সাক্ষাতে মালয়েশিয়ান রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে এলএনজির চাহিদার কথা উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মালেশিয়ান হাইকমিশনার।

ইরুল বলেন, “রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছেন হাই কমিশনার।”

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে তাদের নতুন আবাসে গেছেন।

শিক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে মালেশিয়ার আগ্রহের কথা জানান হাইকমিশনার।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ঘর করে দিতে সরকার নিরসলভাবে কাজ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.