নিউজ ডেস্ক :
ফরিদপুরের দুর্গম পদ্মার চরে অন্ধকার কাটিয়ে জ্বলেছে বিদ্যুতের আলো। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর অপর প্রান্তে থাকা ঘরে পৌঁছানো হয়েছে বিদ্যুৎ সংযোগ। সোমবার (১ মার্চ) বিকালে বিদ্যুৎ সংযোগের উদ্বেধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এর মধ্য দিয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এক কিলোমিটার সাবমেরিন কেবল লাইন ও পাঁচ কিলোমিটার ৯৯২ মিটার লাইনের মাধ্যমে আলো পৌঁছায় বছরের পর বছর ধরে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ডিক্রির চর ইউনিয়নের দুর্গম পদ্মার চরে। উদ্বোধনের পর ১৯৭টি আবাসিক, একটি বাণিজ্যিক ও তিনটি দাতব্য প্রতিষ্ঠানে জ্বলে উঠে আলো।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বেলায়েত হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার। তাই সব মানুষকে নাগরিক সেবা নিশ্চিত করতে পদক্ষেপের অংশ হিসেবে পদ্মার চরাঞ্চলে পৌঁছে দেওয়া হলো বিদ্যুৎ। তিনি বলেন, বিদ্যুৎ আসায় চরের স্থাপিত হবে কল-কারখানা, বিদ্যুতের নানা সুবিধায় ঘুরবে চরাঞ্চলের অর্থনীতির চাকা। এতে চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবুল হাসান বলেন, এ প্রকল্পের আওতায় পদ্মার চরাঞ্চলভুক্ত অফগ্রডি এলাকা সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১০টি ইউনিয়নে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যা থেকে ১০ হাজারের অধিক পরিবার বিদ্যুৎ সেবা পাবেন।
Be the first to comment