নিজস্ব প্রতিবেদক :
পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য টঙ্গীর কিছু এলাকায় আগামীকাল নয় ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই- ইন এর জন্য আগামীকাল ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টঙ্গির দত্তপাড়া, বনমালা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবাহ বন্ধ থাকবে। এসব এলাকার সব ধরনের গ্রাহক অর্থাৎ আবাসিক,বাণিজ্যিক , শিল্প ও সিএনজি শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়
পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের সল্পচাপ বিরাজ করতে পারে বলে তিতাস গ্যাস কর্তপক্ষ জানায়।
Be the first to comment