নিজস্ব প্রতিবেদক :
কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া প্রকল্পগুলোতে পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন মো. শহীদুজ্জামান সরকার। সভায় অন্যান্যের মধ্যে মো. আবু জাহির, এস এম জগলুল হায়দার, মো. আছলাম হোসেন সওদাগর এবং বেগম নার্গিস রহমান অংশ নেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে রেন্টাল ও কুইক রেন্টাল বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কয়লাভিত্তিক নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় সভায়। এছাড়াও বিদ্যুতের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে বৃহৎ আকারের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পর দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকার ব্যাপারে আলোচনা হয় এবং সেই অনুযায়ী কুইক-রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ না বাড়িয়ে দ্রুততম সময়ে অবসরে পাঠানোর ব্যাপারে কমিটি থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
Be the first to comment