নিজস্ব প্রতিবেদক:
আরও ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করছে সরকার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও সুইজারল্যান্ডের এওটি ট্রেডিং কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এওটি ট্রেডিংয়ের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ৮ দশমিক ৩৪৫ ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনা হচ্ছে। ভ্যাট, ট্যাক্সসহ এতো মোট খরচ হচ্ছে ২৭৮ কোটি ৭০ লাখ ২৫ হাজার ১২৪ টাকা।
আর সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে একই পরিমাণ কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৭ দশমিক ২১ ডলার। ভ্যাট, ট্যাক্সসহ এতে মোট খরচ হচ্ছে ২৪৮ কোটি ৫৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও সিঙ্গপুরের ভিটল এশিয়া থেকে দুই ধাপে প্রতি এমএমবিটিইউ ৯ দশমিক ৩১২৩ ডলার ও ৯ দশমিক ৩৬১১ ডলারে একই পরিমাণ এলএনজি কেনা হয়েছিল।
Be the first to comment