নানা আয়োজনে বিদ্যুৎ বিভাগে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক:
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেছে বিদ্যুৎ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপিÍতে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার (১৭ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন সকল দপ্তর বা সংস্থা বা কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এবং শিক্ষা নিয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি মুজিববর্ষে বিদ্যুৎ বিভাগের নেয়া সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.