জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতায় স্রেডা-বিজিএমইএ’র সমঝোতা

নিজস্ব প্রতিবেদক :
জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য টেকসই ও নাবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা ও বিজিএমইএ’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ভার্চুয়ালি এই এমওইউ স্বাক্ষরিত হয়। স্রেডার সচিব নিয়াজ রহমান ও বিজিএমইএ’র সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘উন্নত দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করতে পারলে আমাদের জ্বালানিখাত আরও সমৃদ্ধ হবে। জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিতে হবে। নেট মিটারিং সিস্টেম ব্যবসায়ীদের বিদ্যুৎ বিলে স্বস্তি দিবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার উৎসাহ দিচ্ছে। কৌশলগত পরিকল্পনা, আইন ও বিধি নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মোট জ্বালানির ৪৮ ভাগ শিল্পখাত ব্যবহার করে। আর এই জ্বালানির ৩০ ভাগ ব্যবহার করে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত।’

তিনি বলেন, ‘টেক্সটাইল ও তৈরি পোশাক খাত যদি উন্নত জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে তবে ১৭ দশমিক ৬ ভাগ কম জ্বালানি লাগবে। সাশ্রয়টা বিশাল।’

স্রেডা এবং বিজিএমইএ’র সমঝোতা স্মারকটি জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি, সোলার রূপটপ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা, সবুজ অর্থায়নে সহযোগিতা, শিল্পের টেকসই অর্জনে যৌথভাবে সহযোগিতা করে বিজিএমইএ’র সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বিজিএমইএ’র সভাপতি রুবানা হক ও জিআইজেড’র কান্ট্রি ডিরেক্টর অ্যাঞ্জেলিকা ফ্লেডারম্যান সংযুক্ত থেকে বক্তব্য দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.