দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই নতুন রেকর্ড হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।
এর আগে গত ১ এপ্রিলে ১২ হাজার ৮৯৩ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়। এর দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ২৯ মে আরেকবার ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
সাইফুল হাসান চৌধুরী জানান, আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র মেরামতে আছে। বাকি সব তেল ও গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র চালু ছিল।
তিনি আরও জানান, শনিবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না
Be the first to comment