গ্যাস সরবরাহ শুরু হয়েছে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে

গ্যাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
দিনভর ভোগান্তির পর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ শুরু হয়েছে । তবে এখনো সব এলাকায় সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। আরো কিছুটা সময় লাগতে পারে। কিছু এলাকায় গ্যাসের চাপ কম আছে। সেটি মেরামতের জন্য নয়। ঘাটতির কারণে বলে জানিয়েছে তিতাস।
মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
কিন্তু এলাকায় খোজ নিয়ে জানা যায়, সরবরাহ শুরু হলেও এখনো কোথাও কোথাও গ্যাস আসেনি। আসলেই গ্যাসের চাপ বেশ কম।
এ বিষয়ে জানতে চাইলে তিতাসের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খান বলেন, আমরা লাইন চালু করেছি। কিছু এলাকায় গ্যাসের চাপ কম আছে। সেটা মেরামতের জন্য নয়। ঘাটতির কারণে কম পাচ্ছি আমরা গ্যাস। তাই আমাদের হাতে বিষয়টি নেই। সরবরাহ বাড়লে চাপও বাড়বে বলে তিনি জানান।
তিতাসের অন্য এক কমকতা বলেন, গ্যাস আসতে শুরু করেছে। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে।
প্রসঙ্গত, আজ (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরী ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন নারায়ণগঞ্জ বাসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.