নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত কমিটি

তিতাস গ্যাস কোম্পানি

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তিতাসের পরিচালককে (অপারেশন) প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম (প্রশাসন) আব্দুর রহিম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তিতাসের প্রধান কার্যালয়ের পরিচালককে (অপারেশন) আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২৩ এপ্রিল ভোরে পশ্চিম তল্লা জামাইবাজার এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়। তাদের ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। অন্য পাঁচ জন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আত্মীয়দের বাসায় চলে গেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.