পাবর্ত্য চট্টগ্রামে সাড়ে ৪০ হাজার সোলারসহ ৫ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :
পাবর্ত্য চট্টগ্রামে সাড়ে ৪০ হাজার সোলার সিস্টেম ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে ব্যয় হবে এক হাজার ৮০৮ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকা।
আজ বুধবার (২৮ এপ্রিল) ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার এক ভার্চুয়াল ব্রিফিয়ে সাংবাদিকদের জানান, সভায় ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ (বিউবো) এর মাধ্যমে নোয়াখালী জেলার হাতিয়ায় ১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘হেভি ফুয়েল অয়েল’ (এইচএফও) ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে ‘দেশ এনার্জি লিমিটেড’। বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা।
তিনি জানান, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’ কর্তৃক (তিন পার্বত্য জেলার জন্য) ১০০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম এবং ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন দুই হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি করবে ‘বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট’। এতে ব্যয় হবে ২০৪ কোটি ৩৭ লাখ টাকা।
এছাড়া সভায় এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল প্রকল্প, নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের লট নম্বর-১, বাংলাদেশ রেলওয়ের সিগনালিংসহ ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল-লাইন নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ১২ মাস বাড়ানোর একটি ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.