নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর নয়াবাড়ি এলাকায় একটি ডায়িং কারখানার গ্যাস পাইপের ছিদ্র থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই নিরাপত্তাকর্মী ও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধ দুই নিরাপত্তাকর্মী হলেন হেভেন চাকমা (২২) ও নাজির উদ্দিন (২৫)। আর তিন শ্রমিকের নাম আলম (২৫), মেহেদী হাসান (২৪) ও বশির আহমেদ (২৫)। তাঁদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ মে) দিবাগত রাত ৩টার দিকে নিকি ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধদের সহকর্মী রবিন জানান, মিকি ডায়িং ফ্যাক্টরিতে দুইজন নিরাপত্তাকর্মী ও তিনজন শ্রমিক রাতে কারখানায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাতে গ্যাস পাইপের লিকেজ (ছিদ্র) থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার পাঁচজন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে আজ শনিবার (২২ মে) ভোররাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Be the first to comment