নিউজ ডেস্ক :
কোন প্রকার নোটিশ ছাড়া গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনরায় গ্যাস সংযোগের দাবিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে গ্রাহকরা তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁও শাখার সামনে এ কর্মসূচি পালন করেন গ্রাহকরা।
বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে বক্তব্যে দেন- গ্রাহক মদনপুর এলাকার মাওলানা হারুন অর রশিদ, একই এলাকার সেলিনা বেগম, কাশিপুর এলাকার হাফেজ মিয়া, ছোটবাগ এলাকার আব্দুল খালেক, মদনপুর এলাকার আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, কাঞ্চন পৌরসভা এলাকার রিয়াজ হোসেন, তারিকুল ইসলাম, অ্যাড. দুলাল, বাবু, আমিনুল ইসলাম ও মুজিবুর রহমানসহ আরো অনেকে।
তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া গ্রাহকরা অভিযোগ করে জানান, তারা রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কাঞ্চন চিনতলা, কাঞ্চন খাঁপাড়া, কৃষ্ণনগর, দক্ষিণবাজার, পূর্বপাড়া, কাঞ্চন দাসপাড়া, নাফপাড়া, কাজীপাড়া, কালাদি, ত্রিশকাহনিয়া, বন্দর ও সোনারগাঁও উপজেলার বন্দর, দেওয়ানবাগ, ছোটবাগ, কলাবাড়ি, কাশিপুর, বরবাড়ি, মিয়াবাড়ি, ভুইয়া বাড়ি, চাঁনপুরসহ বেশ কয়েকটি এলাকা থেকে এসেছেন। তারা রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁও শাখার গ্রাহক। আর প্রায় ৩ হাজার গ্রাহক গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। এসব গ্রাহকরা সরকারের নিয়মানুযায়ী জামানত জমা দিয়ে আবাসিক গ্যাসসংযোগ নিয়ে ব্যবহার করে আসছেন। এছাড়া নিয়মিত মাসিক বিলও পরিশোধ করে আসছেন।
এ বিষয়ে জানতে তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁও শাখার মেজবাউর রহমান বলেন, গ্রাহকদের প্রচুর পরিমাণে বিল বকেয়া রয়েছে। বেশির ভাগ গ্রাহকই বিল পরিশোধ করছেন না। আবার কোন কোন এলাকায় বৈধ গ্রাহকের চেয়ে অবৈধ গ্রাহকের সংখ্যা বেশি রয়েছে। এছাড়া তিতাসের প্রধান কার্যালয় থেকে গ্যাস সংযোগবিচ্ছিন্ন করা হচ্ছে। তারপরও গ্রাহকদের কথা চিন্তা করে তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় গ্যাসসংযোগ দেয়ার চেষ্টা করব।
Be the first to comment