নিউজ ডেস্ক:
কুমারগাঁও গ্রিড লাইনে ত্রুটির কারলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সিলেট নগরের বেশিরভাগ এলাকা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে নগরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ফেরেনি।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্রিড লাইনের ত্রুটি সারানোর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার, রিকাবিবাজার, নয়াসড়ক, শিবগঞ্জ, শেখঘাট, তলতলাসহ বেশিরভাগ এলাকা সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, সন্ধ্যার পর গ্রিড লাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে। একারণে নগরের তিনটি ফিড লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের কর্মীরা ত্রুটি সারাতে কাজ করছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু হবে।
তবে গ্রিড লাইনে কী ত্রুটি দেখা দিয়েছে তা জানাতে পারেননি এই প্রকৌশলী।
গত বছরের নভেম্বরে কুমারগাঁওয়ে জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার। এতে প্রায় দুইদিন বিদ্যুৎহীন ছিলো সিলেট।
Be the first to comment