শিল্পের জন্য রংপুরে বসছে ১০০ কিমি পাইপলাইন

গ্যাস লাইন

নিজস্ব প্রতিবেদক:
উত্তরাঞ্চলের শিল্প এলাকায় গ্যাস সরবরাহে ২৫৮ কোটি টাকা ব্যয়ে ১০০ কিলোমিটার পাইপলাইন বসানোর একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তদ্সংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রকল্পটির মূল উদ্দেশ্য- রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, উত্তরা ইপিজেড ও প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানসমূহে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা।

পরিকল্পনামন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলের এই গ্যাস লাইনে আমদানি করা এলএনজির মাধ্যমে সরবরাহ করা হবে। আমরা গ্যাস আমদানির জন্য চট্টগ্রাম ও কক্সবাজারে অবকাঠামো নির্মাণ করেছি। এছাড়া দেশেও কুপ খনন করে আরও গ্যাস আবিষ্কারের প্রক্রিয়া অব্যাহত আছে।”

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করবে পেট্রোবাংলার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ।

প্রকল্পটির মোট ব্যয় হবে ২৫৮ কোটি টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৫৬ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৬৮ লাখ টাকা যোগান দেওয়া হবে।

মান্নান বলেন, ৭ একর ভূমি অধিগ্রহণ করে ১০০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। ভূমির উন্নয়নে ৫৭ হাজার ঘনমিটার মাটি ভরাট ও তিনটি আঞ্চলিক বিপণন কার্যালয় নির্মাণ, সীমানাপ্রাচীর, অভ্যন্তরীণ সড়ক এবং আরসিসি এপ্রোচ রোড উন্নয়ন করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব মো. জয়নুল বারী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক শামসুল আলম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন আল রশিদ এবং শিল্প শক্তি বিভাগের সদস্য শরিফা খান উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রী জানান, বৈঠকে ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ের মোট দশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর পুরোটাই দেশীয় সম্পদ থেকে যোগান দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.