নিউজ ডেস্ক :
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত থেকে সুন্দরবন হয়ে নদী পথে কয়লা আসছে বাংলাদেশে।
শুক্রবার (২ জুলাই) কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের (এসএমপি) নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার মেট্রিক টন কয়লা বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলে ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর খবরে জানানো হয়। ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই কয়লা আনা হচ্ছে।
৩ হাজার ৮০০ মেট্রিক টনের প্রথম চালান কলকাতা বন্দরে খালাসের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ক্যাপটিভ জেটিতে নিয়ে যাওয়া হয়। জেডএস লজিস্টিকসের মাধ্যমে গোদাবরি কমোডিটিজ এই কয়লার রপ্তানিকারক।
এনটিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে হিন্দুর প্রতিবেদনে বলা হয়, “এসএমপি কলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন ভারতীয় কয়লা বাংলাদেশে যাবে বলে আমরা আশা করছি।”
মোট ২০০ কোটি ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৬০ কোটি ডলার ঋণ দিয়েছে ভারতের এক্সিম ব্যাংক। ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস (বিএইচইএল) এই নির্মাণ কাজ করছে।
Be the first to comment