নিউজ ডেস্ক:
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারত থেকে যে কয়লা আসছে তা জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে না বলে জানিয়েছে এই কেন্দ্রের কর্তৃপক্ষ।
এই তিন হাজার ৮০০ টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চারটি কয়লা মজুদাগারের মধ্যে একটির মেঝেতে ঢালাইয়ের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি লিমিটেড, বিআইএফপিসিএল।
এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে কখনই ভারত থেকে কয়লা আনা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকার এক খবরে বলা হয়, কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে তিন হাজার ৮০০ টন কয়লার একটি চালান বাংলাদেশে আসছে।
শনিবার বিআইএফপিসিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা থেকে যে কয়লা আনা হচ্ছে তা শুধু ‘কোল স্টোকইয়ার্ড’ ফ্লোরে ব্যবহার করা হবে।
“মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের নির্মিতব্য প্রথম কভার্ড কোল-শেডের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ভারত থেকে আমদানি করা কয়লা প্রথম কভার্ড কোল শেডের কার্পেট কয়লা হিসেবে ব্যবহার করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্রে এধরনের চারটি কভার্ড কোল-শেড নির্মাণাধীন রয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে কয়লা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হবে। ইতোমধ্যে সেজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যে প্রক্রিয়া অচিরেই সম্পন্ন হবে।
Be the first to comment