নিউজ ডেস্ক:
বিদ্যুৎ বিভাগের ডিজিটাল কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সাইবার সিকিউরিটি জোরদার করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সেবা সহজিকরণ কার্যক্রম অবশ্যই অব্যাহত রাখতে হবে। পাশাপাশি কাজ করার সময় নিরাপত্তা গেজেট ব্যবহার করা বাধ্যতামূলক।
বুধবার (৭ জুলাই) অনলাইনে বিদ্যুৎ খাতে বাস্তবায়নাধীন সমন্বিত ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বিষয়ক টিওটি (ট্রেইনার অফ ট্রেইনার) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সকল কার্যক্রমই ডিজিটাল হওয়া উচিত। পেপারলেস অফিস করার উদ্যোগ হিসেবে ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বাস্তবায়ন করা অপরিহার্য। বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দফতরগুলো প্রাথমিকভাবে চারটি মডিউল বাস্তবায়ন করলেও পর্যায়ক্রমে সম্ভাব্য সকল কাজই ইআরপি’র আওতায় আসবে।
তিনি জানান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, ফিক্সড এসেট ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোকিউরমেন্ট সিস্টেম ও একাউন্টস এবং ফিনান্স সিস্টেম-এই চারটি মডিউল বিদ্যুৎ বিভাগে প্রথমিকভাবে বাস্তবায়িত হচ্ছে। মডিউলগুলোর প্রায় সকল তথ্যই ইতোমধ্যে লাইভে এসেছে। ৩১ জুলাই ২০২১—এর মধ্যে চূড়ান্তভাবে লাইভে দেখা যাবে। টেকভিশন, মাইক্রোসফট, টেকনোহেভেন ও সিএসএল— এই চারটি প্রতিষ্ঠান যৌথভাবে পরামর্শক হিসাবে কাজ করছে।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, টেকভিশন লিমিটেডের উপদেষ্টা রহমত উল্লাহ মো. দস্তগীরসহ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
Be the first to comment