নিজস্ব প্রতিবেদক :
চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বড়পুকুরিয়া কয়লা উৎপাদন বন্ধ হয়ে গেছে। আগামী তিন মাসের আগে নতুন করে বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন শুরু হচ্ছে না। আগামী ১০ আগস্ট বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
২৫ জুলাই উৎপাদন বন্ধ করে দেয় চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন খনি এলাকায় তিন লাখ টনের মতো কয়লার মজুত রয়েছে। তা দিয়েই আগামী তিন মাস বিদ্যুৎকেন্দ্র চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি শেষ হওয়ার আগেই খনির বাংলাদেশি কর্মীদের বাড়ি চলে যাওয়ার নোটিশ দিলে উত্তেজনা সৃষ্টি হয়। দু’দিন ধরে এ নিয়ে বড়পুকুরিয়া খনি এলাকায় আন্দোলন চালিয়ে আসছিল শ্রমিকরা।
বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানির এক কর্মকর্তা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের এক্সএমসি এবং সিএমসি গঠিত কনসোর্টিয়ামের সঙ্গে আমরা নতুন করে চুক্তি করতে যাচ্ছি। করোনার কারণে এই চুক্তি করতে আরও দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। এই সময় কয়লা উত্তোলন বন্ধ থাকবে। অধিকাংশ শ্রমিক কাজ না থাকায় বাড়ি ফিরে গেছে। চুক্তি করার পর আবার শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হবে। উৎপাদন বন্ধ থাকায় বর্তমানে খনির অন্যান্য কাজের জন্য ৩০ জনের মতো শ্রমিক কাজ করছে।
Be the first to comment