দেশে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর

নিউজ ডেস্ক :
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল ও চারটি স্টিম জেনারেটর রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) প্রেস বিজ্ঞপ্তিতে সরঞ্জামগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাশিয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যে ভারি সরঞ্জামগুলো প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রিঅ্যাক্টর ভেসেলের ওজন ৩৩৩.৬ টন ও স্টিম জেনারেটরের ওজন ৩৪০ টন।

এই কার্গো পরিবহনে ২ মাসের বেশি সময় লেগেছে। যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটোমম্যাসের কারখানা থেকে সরঞ্জামগুলো রাশিয়ার ভল্গোদনস্কের পানির রিজার্ভয়ারে নেওয়া হয়।

এরপর বার্জে উঠিয়ে পাঠানো হয় রাশিয়ার নভোরোসিস্কে। ভেসেলে করে সরঞ্জামগুলো কৃষ্ণ সাগর ও সুয়েজ খাল হয়ে ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা বন্দরে আসে।

ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ভেসেল প্রস্তুত করতে প্রায় ২ বছরের বেশি সময় লাগে। বিএইসি এবং বিএইআরএ-এর প্রতিনিধিদের অংশগ্রহনে কাজটি শেষ হয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল এবং স্টিম জেনারেটর বাংলাদেশকে হস্তান্তর করা হয়। এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে নকশা অনুযায়ী রিঅ্যাক্টর ভেসেল স্থাপনের কথা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.