নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে প্রণোদনা দেওয়া হবে

নসরুল হামিদ

নিউজ ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশের সঙ্গে সমন্বয় করেই দেশের সব উন্নয়ন কর্মকা- পরিচালনা করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও বিকাশে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। রোপটপ সোলার ও নেট মিটারিং সিস্টেম দিনে দিনে জনপ্রিয় বিজনেস মডেলে পরিণত হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সোলার হোম সিস্টেমে প্রণোদনা দেওয়ার জন্য ৬০ লাখ সোলার হোম সিস্টেমের মাধ্যমে প্রায় দুই কোটি অফগ্রিড এলাকার বাসিন্দাদের মধ্যে বিদ্যুৎ সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে।

আজ সোমবার (৩০ আগস্ট) ভার্চুয়ালি ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রাথমিক মূল্য ও স্টোরেজ সিস্টেম একটি বিশাল চ্যালেঞ্জ। সৌরবিদ্যুৎ উৎপাদন করতে অনেক জমির প্রয়োজন হয়। বাংলাদেশে উইন্ড ম্যাপিং করা হয়েছে। উইন্ড পাওয়ার নিয়ে ও ওশান পাওয়ার নিয়ে আরও গবেষণা প্রয়োজন। এক্ষেত্রে প্রযুক্তিগত, অর্থনৈতিক ও অভিজ্ঞতা বিনিময় করা অপরিহার্য।

তিনি আরও বলেন, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের জ্বালানির রূপান্তর ও তার সম্ভাবনা, বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান পর্যালোচনা, এনার্জি ট্রাঞ্জিশন কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের পরিকল্পনা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ সময় হাইকমিশনের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত টিম লিডার জন অয়ারবারটন ও পরিচালক (উন্নয়ন) জডিদ হারবার্টসন বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.