বাসা-বাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয়

তিতাস গ্যাস কোম্পানি

নিউজ ডেস্ক:

বাসা-বাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

তিতাসের ওয়েবসাইটে এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাসা বাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্না ঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখুন। রান্না ঘরের দরজা জানালা খোলার ১০/১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না এবং বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসের লাইন, চুলার লিকেজ পরীক্ষা করুন।

এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর প্রকাশ করেছে তিতাস। এতে নম্বর উল্লেখ করা হয়েছে, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ ০২-৫৫০১২২৫৩, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা উত্তর ব্যবস্থাপক ০২-৫৫০৪৫১৩৩, জরুরি অভিযোগ কেন্দ্র গুলশান টেলিফোন : ০২-৫৫০৪৫১১৩, ০২-৫৫০৪৫১১৪, মোবাইল : ০১৯৫৫-৫০০৪৯৭, ০১৯৫৫-৫০০৪৯৮। ধানমন্ডি টিম : ০১৯৫৫-৫০০১৯৪, গুলশান টিম : ০১৯৫৫-৫০০১৯২, মিরপুর টিম : ০১৯৫৫-৫০০১৯৩।

এছাড়া জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা দক্ষিণ ব্যবস্থাপক ০২-৯৫৬৩৬৭০, জরুরি অভিযোগ কেন্দ্র মতিঝিল টেলিফোন ০২-৯৫৬৩৬৬৭, ০২-৯৫৬৩৬৬৮। মোবাইল : ০১৯৫৫-৫০০৪৯৯, ০১৯৫৫-৫০০৫০০। মতিঝিল টিম: ০১৯৫৫-৫০০১৮৮, পোস্তগোলা টিম: ০১৯৫৫-৫০০১৯০, উত্তরা টিম: ০১৯৫৫-৫০০১৯৫।

এতে আরো বলা হয়, শুধুমাত্র জরুরি অভিযোগ কেন্দ্রে কল এন্ট্রি করা হয়। জরুরি অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর কল এন্ট্রি করে সিরিয়াল নম্বর জেনে নিন এবং প্রয়োজনে কল সেন্টারের নম্বর ১৬৪৯৬ ব্যবহার করুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.