৪৬১ উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায়

জাতীয় সংসদ অধিবেশনে নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের ৪৬১টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নের উত্তরে নসরুল হামিদ জানান, দেশের ৪৬১টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে এবং শতকরা ৯৯ দশমিক ৫ ভাগের বেশি মানুষকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা সম্ভব হয়েছে।

সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৬ দশমিক ৪২ ভাগ আবাসিক খাতে, ১০ দশমিক ৫৮ ভাগ বাণিজ্যিক খাত এবং ২৮ দশমিক ৪০ ভাগ শিল্পখাতে ব্যবহার হয়েছে।

আবাসিক খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে জানিয়ে এসময় তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রম ও ইকোনোমিক জোনগুলো পর্যায়ক্রমে চালু হলে শিল্প খাতেও বিদ্যুতের ব্যবহারে পর্যায়ক্রমে বাড়বে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.