
বিশেষ প্রতিবেদন :
খুব শিগগিরই বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠবে সাগরকোলের ছোট্ট গ্রামীণ জনপদটি। এক সময় এই দ্বীপটিতে বিদ্যুতের আলো ছিল স্বপ্নের মতো। আগামী ১২ সেপ্টেম্বর উপজেলার এক লাখ ৪৮ হাজার ৬৭২টি পরিবারের ঘরে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হবে।
প্রায় ৪০০ ‘আলোর ফেরিওয়ালা’ বিভিন্ন দলে বিভক্ত হয়ে সমগ্র রাঙ্গাবালী উপজেলাকে আলোকিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের পরিশ্রমে গত ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধায় ৩৩/১১ কেভি উপকেন্দ্রটি কোনো সমস্যা ছাড়াই পরীক্ষামূলকভাবে চালু করা হয়। আগামী ১২ সেপ্টেম্বর রাঙ্গাবালী উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎলাইন উদ্বোধন করা হবে। দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আগত ১২০ জন লাইন ক্রু ও জুনিয়ার ইঞ্জিনিয়ার ‘আলোর ফেরিওয়ালা’ হিসাবে ১২ কিলোমিটার আগুনমুখা নদী পাড়ি দিয়ে রাঙ্গাবালী উপজেলায় এসে পৌঁছেছেন। বর্তমানে তারা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ লাইন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং পুরো এলাকা একসাথে বিদ্যুতায়িত করেই তারা ঘরে ফিরবেন বলে অঙ্গীকার করেছেন।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: জহিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ বি এম আবদুল মান্নানের বিনামূল্যে দান করা ৬০ শতাংশ জমির ওপরে বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
Be the first to comment