নিউজ ডেস্ক :
আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপত্তা চাইলেন চিত্রনায়িকা পরীমণি। আজ (৬ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড পেজ থেকে এ বিষয়ে পোস্ট দেন।
লেখেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’
এর আগে গত ১৩ জুন পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেছিলেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেছে। এরপর তিনি রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা চান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জানান, বোট ক্লাবে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ ও তাকে ধর্ষণচেষ্টা করেছে।
এরপর ৪ আগস্ট মাদকসহ র্যাবের হাতে আটক হন পরী। মাদক মামলায় টানা ২৭ দিন কারাভোগের পর ১ সেপ্টেম্বর জামিন পেয়ে বনানীর বাসায় ফেরেন তিনি।
পরী জানান, তার জন্য সে স্থানটি আর নিরাপদ নয়। প্রায় সবাই জানেন ঠিকানা। এমনকি সারারাত তার বাসার সামনে ক্যামেরা তাক করে রাখা।
Be the first to comment