বাংলাদেশে মাইক্রোসফটের নতুন প্রধান ইউসুপ ফারুক

প্রযুক্তি ডেস্ক:
বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুপ ফারুক। মাইক্রোসফট বাংলাদেশ এ নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন প্রাপ্ত এ ভূমিকায় তিনি মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমের মাধ্যমে অংশীদারিত্ব করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও সংস্থা, এসএমই, কমিউনিটি এবং অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার দিকে মনোযোগ দেবেন।

এ বিষয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের মহাব্যবস্থাপক সুক হুন চিয়াহ বলেছেন, “বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ; আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে ও দেশের ক্ষমতায়নে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এ লক্ষ্য অর্জনে তাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইটিসক্ষম জনসেবাকে গতিশীল করা ও দেশের ক্লাউড সেবার ব্যবহার বাড়ানো।

তিনি বলেন, ইউসুপ ফারুকের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা দেশে ক্লাউড সেবা গ্রহণ, এ সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধি ও ক্লাউডের মাধ্যমে ইতিবাচক রূপান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউসুপ ফারুক এর আগে ভিএমওয়্যার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও সিমবায়োসিস বাংলাদেশের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। ভারতের বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.