বিনোদন প্রতিবেদক :
জামিনের পর ১ সেপ্টেম্বর স্বাভাবিক জীবনে ফিরলেন পরীমনি। এর ঠিক ৭ দিনের মাথায় ফিরলেন কাজেও ফিরলেন তিনি।
পরীমণির সর্বশেষ পূর্ণাঙ্গ শুটিং শেষ করা ছবি ‘মুখোশ’। গত ৩০ মে ছবিটির শুটিং পর্ব শেষ হয়। এরপরই তিনি মন বসান ‘প্রীতিলতা’র কাজে। তবে ব্যক্তিগত নানা জটিলতায় পড়ে সেটির কাজ খুব একটা এগোতে পারেননি। এরমধ্যেই গ্রেফতার, জেল, রিমান্ড আর আদালতে আটকে ছিলেন তিনি।
ডাবিংয়ের জন্য গত তিন মাস আটকে ছিলো ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ ছবিটি। আর সেটির ডাবিং দিয়েই মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাজে ফিরলেন পরীমণি।
পরী জানান, রাজধানীর একটি ডাবিং স্টুডিওতে তিনি অংশ নেন। টানা দু’দিন ডাবিং করে তার অংশের কাজ শেষ করেন। বলেন, ‘অবশেষে কাজে ফিরলাম। এখানেই আমার প্রাণটা লুকিয়ে ছিলো। আবার নিজের প্রাণটা ফিরে পেলাম। এই ছবিটি আমার অনেক ভালোবাসার কাজ। তাই ফিরেই কাজটির বাকি অংশ শেষ করলাম।’
‘মুখোশ’-এ আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, প্রাণ রায়, অলংকার, ইলিনা শাম্মি, তারেক স্বপন প্রমুখ।
Be the first to comment