নতুন গান নিয়ে এলেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক:
নতুন গান নিয়ে হাজির হলেন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘তুলতুলে গাল, নরম দুহাত, আমার ছোট্ট পরী/ তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কি করি’—এমন কথার গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে।

সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গত বাবা দিবসের জন্য গানটি করেছিলাম। কিন্তু কোভিড সংক্রান্ত জটিলতার জন্য গানটি সঠিক সময়ে মুক্তি দেয়া সম্ভব হয়নি। প্রবাসী বন্ধু হাবিবুর রহমানের সফল চেষ্টায় অবশেষে গানটি মুক্তি পেলো। একজন বাবার স্বপ্নপূরণ এই গান। কৃতজ্ঞতা বরাবরের মতোই কুমার বিশ্বজিৎ দাদার প্রতি। যিনি সব সময় আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন। আর এই গানের সঙ্গে যুক্ত আরেকজন প্রিয় রাফিউজ্জামান রাফি, এই গানের জন‌্য তাকে আমি সবচেয়ে বেশি জ্বালিয়েছি। সবাইকে গানটি শোনার আমন্ত্রণ রইলো।’

গীতিকার রাফিউজ্জামান রাফি বলেন, ‘কুমার বিশ্বজিতের মতো কিংবদন্তি গায়ক আমার লেখা গান গেয়েছেন, এর মতো আনন্দের আর কি হতে পারে! সেই আনন্দটাই এখন আমার হচ্ছে। তবে এর নেপথ্যে যিনি আছেন তিনি সুমন কল্যাণ দাদা। দাদা না সুযোগ দিলে কখনোই তা সম্ভব হতো না। এ যাবত আমার যত গান তার প্রায় সবই দাদা সুযোগ করে দিয়েছেন বলে হয়েছে। বিশ্ব দার গাওয়া এই গানও তার ব্যতিক্রম নয়।’

শনিবার (১১ সেপ্টেম্বর) ব্রিটেনে একটি প্রকাশনা উৎসবের মাধ্যমে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়। বিলেত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত করা হয়েছে মিউজিক ভিডিওটি। এটি নির্মাণ করেছেন জি এইচ রাসেল। গানটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.