নিজস্ব প্রতিবেদক :
বাজারে একটি ১২ কোজি এলপিজির বোতলের দাম এক হাজার ১০০ টাকা। সেখানে সম পরিমান এলপিজির দাম ১৩৮০ টাকা নির্ধারণ করার দাবি করা হয়েছে। কেন প্রতি বোতলে অতিরিক্ত ২৮০ টাকা দাবি করা হচ্ছে এমন প্রশ্নে এলপিজি অপরাটেররা বলছে তাদের লাভ হচ্ছে না।
আজ সোমবার এলপিজির মূল্য সংক্রান্ত গণশুনানিতে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে নতুন দাম নির্ধারণের এই প্রস্তাব দেয় অপারেটররা।
সেপ্টেম্বর মাসে সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ি ১২ কেজি এলপিজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৩ টাকা। কিন্তু বাজারে এই এলপিজি এক হাজার ১০০ টাকায় বিক্রি করছে অপারেটররা। অর্থাৎ বোতল প্রতি ৬৭ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। তবে কোম্পানি থেকে কোথাও কোথাও এর থেকে বেশি দামও নেয়া হচ্ছে।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম শুনানিতে বলেন, আমি আমার বাসার জন্য ১ হাজার ১০০ টাকাতে এলপিজি কিনেছি। আমার কাছে রিসিটও রয়েছে। তাহলে যে পণ্য এক হাজার ১০০ টাকা আপনারাই দাম নির্ধারণ করে বিক্রি করছেন সেই পণ্যের দাম কেন কমিশনে এসে এক হাজার ৩৮০ টাকা নির্ধারণের দাবি করছেন।
এসময় এলপিজি অপরাটেরদের পক্ষ থেকে বলা হয়, আমরা এক হাজার ১০০ টাকায় বিক্রি করে লাভ করতে পারছি না। এই কারণে আমরা ১ হাজার ৩৮০ টাকা দাম বৃদ্ধির প্রস্তাব করছি। কমিশেনের দায়িত্ব আমাদের বাঁচাতে দাম বৃদ্ধি করা।
শুনানিতে ইআরসির চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে কমিশনের সদস্যারা উপস্থিত ছিলেন।
Be the first to comment