সাগরে তেল গ্যাস অনুসন্ধানে কূপ খনন শুরু করলো ভারতীয় কোম্পানি

অফশোরে গ্যাস
সাগরে গ্যাস অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করেছে ভারতের জাতীয় কোম্পানি ওএনজিসি ভিদেশ।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের চার নম্বর ব্লকে গ্যাস অনুসন্ধান কূপটি খনন শুরু হয়েছে। বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে সাঙ্গু গ্যাসক্ষেত্র বন্ধের পর এই প্রথম কোন বিদেশি কোম্পানি তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করলো।

জ্বালানি সচিব আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি ভাল খবর। দীর্ঘ দিন পর আমাদের সমুদ্রসীমাতে তেল গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শুরু হলো।

অগভীর সমুদ্রের ৪ নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার সঙ্গে চুক্তি করে ওএনজিসি। তাদের অংশিদার হিসেবে যৌথভাবে প্রকল্পটি রয়েছে ভারতের আরেক জাতীয় কোম্পানি ইন্ডিয়ান অয়েল এবং রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন কোম্পানি বাপেক্স।

পেট্রোবাংলা সূত্র বলছে ২০১২ সালে ওএনজিসি ভিদেশ এবং ইন্ডিয়ান অয়েলের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধানে প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট চুক্তি (পিএসসি) করা হয়। ওই চুক্তিতে অগভীর সমুদ্রের ৪ এবং ৯ নম্বর ব্লক দুইটি তাদের অনুসন্ধানের জন্য দেয়া হয়। ওএনজিসি সাড়ে ৫ হাজার লাইন কিলোমিটার দ্বিতীয়মাত্রার ভূকম্পন জরিপ করে এখানে তেল গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখতে পায়। এরপর কূপ খনন করতে ২০২০ সালের মৌসুমে উদ্যোগ নেয়। কিন্তু কোভিড-১৯ এর অতিমারির কারণে যা পিছিয়ে যায়। আজ যা শুরু হলো।

পেট্রোবাংলা বলছে, সাগরে কূপ খনন করার পর যদি দেখা যায় গ্যাস পাওয়া যাবে তাহলে তৃতীয়মাত্রার জরিপ করে আরো কূপ খনন করা হবে। ওএনজিসি বলছে কূপটির চার হাজার মিটার অবধি খনন করে দেখা হবে সেখানে গ্যাস রয়েছে কি না।

বঙ্গোপসাগরের ২৫টি ব্লকের মধ্যে মাত্র তিনটিতে এখন কাজ হচ্ছে। বাকি ২২টি ব্লকই এখন পড়ে রয়েছে। কোরিয়ান কোম্পানি পোসকো দাইয়ূ সাগরের একটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ করছে। তবে তারা এরমধ্যে কয়েক দফা শেয়ার হস্তান্তর করে চলে যাওয়ার কথাও পেট্রোবাংলাকে জানিয়েছে। এর আগেও একটি মার্কিন কোম্পানি সাগরে কিছু কাজ করে দুটি ব্লক ফেলে রেখে চলে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.