নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনও বিদ্যুৎ চলে যায়৷ আমি মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাই। তখন বিদ্যুৎ চলে গেলে আমাকেও মাঝে মাঝে জেনারেটর চালাতে হয়। আমি আশা করছি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ বিষয়টির দিকে নজর দেবেন।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস) উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দাবি, এখানে তার দশ বেডের হাসপাতালের দিকে একটু নজর দিতে। আমি বলতে চাই, উনার (নসরুল হামিদ) দশ বেডের হাসপাতালে যন্ত্রপাতি দিয়ে ভরে দেবো। কিন্তু আপনি (বিদ্যুৎ প্রতিমন্ত্রী) শুধু বিদ্যুৎটা ঠিকমতো চালিয়ে যাবেন।
Be the first to comment