নিজস্ব প্রতিবেদক :
চলতি মাসের জন্য বেসরকারি পর্যায়ে এলপিজি মুসক সহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ করা হয়েছে। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
একইভাবে অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০.৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৬৮ নির্ধারণ করা হয়।যা আজ ১০ অক্টোবর থেকেই কার্যকর হবে।
আজ রোববার (১০ অক্টোবর) কারওয়ান বাজারে অবস্থিত বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়।
একইভাবে এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বেড়ে ৫৭৭, সাড়ে ১২ কেজি এক হাজার ৭৬ থেকে বেড়ে ১ হাজার ৩১২ টাকা, ১৫ কেজি এক হাজার ২৯১ থেকে বাড়িয়ে ১ হাজার ৫৭৪,, ১৬ কেজি এক হাজার ৩৭৭ থেকে বেড়ে ১ হাজার ৬৭৯ টাকা, ১৮ কেজি এক হাজার ৫৪৯ থেকে বেড়ে ১ হাজার ৮৮৮ টাকা, ২০ কেজি এক হাজার ৭২২ থেকে ২ হাজার ৯৯, ২২ কেজি এক হাজার ৮৯৩ থেকে ২ হাজার ৩০৯, ২৫ কেজি দুই হাজার ১৫১ থেকে বেড়ে ২ হাজার ৬২২, ৩০ কেজি দুই হাজার ৫৮৩ থেকে বেড়ে ৩ হাজার ১৪৭ , ৩৩ কেজি দুই হাজার ৮৪১ থেকে ৩ হাজার ৪৬২, ৩৫ কেজি তিন হাজার ১৩ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৬৭৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়।
Be the first to comment