দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আজ আবার আসছে নতুন দামের ঘোষণা

এলপিজি

নিজস্ব প্রতিবেদক :
দেশের কোথাও এলপিজির দামের সমন্বয় নেই, এরমধ্যে আবার অক্টোবর মাসের জন্য নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি)

আজ রোববার (১০ অক্টোবর) কারওয়ান বাজারে অবস্থিত বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট সর্বশেষ তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে কমিশন। সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে এলপিজির নতুন দাম ধরা হয় প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা। এর ফলে বহুল প্রচলিত ১২ কেজির সিলিন্ডারের দাম এখন পড়বে এক হাজার ৩৩ টাকা। আগস্টে এর দাম ধরা হয়েছিল ৯৯৩ টাকা। এক মাসের ব্যবধানে সরকারি হিসাবেই দাম বেড়েছে ৪০ টাকা। যদিও সরকার নির্ধারিত দামে বাজারে গ্যাস মেলে না। গ্রাহকদের আরও ২০০-৩০০ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়।

একই সঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহূত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত। সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০.৫৬ টাকা নির্ধারণ করা হয়। আগস্টে যা ছিল ৪৮ টাকা।

কমিশনের ঘোষণা অনুসারে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মে মাসে দাম ছিল ৯০৬ টাকা। জুনে তা কমে হয় ৮৪২ টাকা। এরপর থেকে দাম বাড়ছে। জুলাইয়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ধরা হয় ৮৯১ টাকা। আগস্টে এই দাম বেড়ে দাঁড়ায় ৯৯৩ টাকা। সেপ্টেম্বরে বেড়ে হলো এক হাজার ৩৩ টাকা।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে আগস্টে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৬৬০ ও ৬৫৫ ডলার। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় আগস্টের জন্য প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৬৫৬.৭৫ ডলার বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এই দরকে আমদানি মূল্য ধরে এর সঙ্গে রিটেইল চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ, পরিবহন চার্জ, মূসক, মজুদকরণ চার্জ যোগ করে খুচরা দাম নির্ধারণ হয়। সে হিসেবে দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির সরকার নির্ধারিত কেজিপ্রতি খুচরা মূল্য ৮৬ টাকা ৭ পয়সা। এই দর অনুসারে এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩, সাড়ে ১২ কেজি এক হাজার ৭৬, ১৫ কেজি এক হাজার ২৯১, ১৬ কেজি এক হাজার ৩৭৭, ১৮ কেজি এক হাজার ৫৪৯, ২০ কেজি এক হাজার ৭২২, ২২ কেজি এক হাজার ৮৯৩, ২৫ কেজি দুই হাজার ১৫১, ৩০ কেজি দুই হাজার ৫৮৩, ৩৩ কেজি দুই হাজার ৮৪১, ৩৫ কেজি তিন হাজার ১৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা করা হয়। আগস্ট মাসে এর দর ৮০ টাকা ৪৩ পয়সা এবং জুলাই মাসে ৭১ টাকা ৯৪ পয়সা ছিল।

এরমধ্যে আবার গত ১৩ সেপ্টেম্বর এলপিজির মূল্য কাঠামো নিয়ে দ্বিতীয় গণশুনানি অনুষ্ঠিত হয়। দেশের এলপিজি ব্যবসায়ীদের ১৮টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি হয়। এতে তারা বলেন, কমিশন যে দামের সাথে রিটেইল চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ, পরিবহন চার্জ, মূসক, মজুদকরণ চার্জ যোগ করেছে তা অনেক কম। তারা বিষয়টি আবার নিতুন করে নির্ধারনের কথাও বলেন শুনানিতে। আজকের সংবাদ সম্মেলনে সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.