বিদ্যুৎ বিতরণে ১২ কোটি ইউরো ঋণ দিচ্ছে কেএফডব্লিউ

বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে ১২ কোটি ইউরো ঋণ দিচ্ছে জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

আজ সোমবার (২৫ অক্টোবর) এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্মেলন কক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন, কেএফডব্লিউ এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ক্যারোলিন গ্যাসনার ও বাংলাদেশ পরিচালক অনির্বাণ কুন্ডু।

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে নেওয়া ‘মডার্নাইজেশন অব পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রিড ফেজ-১’ শীর্ষক প্রকল্পে ঋণের এ অর্থ ব্যয় করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে গ্রিড অবকাঠামো আধুনিকায়ন করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরাপদ ও স্থিতিশীল করা হবে।

প্রকল্পটি দেশের বিদ্যুৎ সঞ্চালনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কার্বন নি:স্বরণ কমাতে সহায়তা করবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.